‘রক্ত দেই, জীবন বাচাই’ এ স্লোগানকে সামনে রেখে ফুলছড়িতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ব্লাড ডোনার’স ইন ফুলছড়ি নামে একটি সামাজিক সংগঠনের উদ্যোগে বুধবার (১৭ই আগস্ট) দুপুরে উদাখালী ইউনিয়ন পরিষদ চত্বরে বিনামূল্যে তিন শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। এ কার্যক্রমের উদ্বোধন করেন, উদাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আল-আমিন আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ রাজু আহম্মেদ। ক্যাম্পেইন পরিচালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক রাসেল মিয়া, সাংগঠনিক সম্পাদক রহমত উল্লা, সাধারণ সদস্য নাজমুল হুদা, ইব্রাহিম মিয়া, সাংবাদিক শাকিল আহম্মেদ, আরিফা আক্তার, বন্যা আকতার।