সুুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ বিপুল উৎসাহ উদ্দীপনা আর আনন্দঘন পরিবেশের মধ্যদিয়ে হিন্দু সম্প্রদায়ের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী গাইবান্ধার সুন্দরগঞ্জে পালিত হয়েছে।
শুক্রবার সকালে উপজেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু কল্যাণ সংঘের আয়োজনে উপজেলা কেন্দ্রীয় মন্দিরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
আলোচনা সভা শেষে কেন্দ্রীয় মন্দির থেকে ঢাক-ঢোল, ব্যানার ও ফেস্টুন নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি, নিমাই কুমার ভট্রাচার্য এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিসেস আফরুজা বারী, সম্মানিত অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল মারুফ। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র আব্দুর রশিদ রোজা সরকার ডাবলু, থানা অফিসার ইনচার্জ সরকার ইফতেখারুল মোকাদ্দেম। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বর্মণ, উপজেলা হিন্দু বৌদ্ধ খিষ্টান ঐক্য পরিষদের সভাপতি দীপক কুমার বাবলু, উপজেলা জাতীয় হিন্দু মহাজোটের আহবায়ক পবন কুমার দাশ, উপজেলা কেন্দ্রীয় মন্দিরের সভাপতি পরেশ চন্দ্র বসুনিয়া , সন্তোষ কুমার বিকাশ, সুণিল কুমার বর্মন, দেবাশীষ সাহা প্রমুখ।
এছাড়া বামনডাঙ্গাসহ উপজেলার বিভিন্ন মন্দির থেকে জন্মাষ্টমীর ধর্মীয় শোভাযাত্রা বের হয়।
এরপর মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব পূন্যতিথী শুভ জন্মাষ্টমী উপলক্ষে উপজেলা কেন্দ্রীর মন্দিরে দিনব্যাপী ধর্মীয় আলোচনা সভার আয়োজন করেন।