মোঃ রিফাতুন্নবী রিফাত,গাইবান্ধাঃ
গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়নের উত্তর হাট বামুনী গ্রামের আবুজার, আজিজার রহমান, মাহবুব ও পারুল বেগমের মাতৃসূত্রে প্রাপ্ত জমি থেকে জোর পূর্বক গাছ কর্তন, ঘর-বাড়ী ভাংচুর, স্বর্ণালঙ্কার ও নগদ এক লক্ষ পচাত্তুর হাজার টাকা লুটপাটের ঘটনা ঘটেছে।
অভিযোগে জানাগেছে মোছাঃ পারুল বেওয়ার
মাতৃসূত্রে প্রাপ্ত দীর্ঘ দিন থেকে বসবাস করা বাড়ী ভিটা থেকে গত ১৯ আগস্ট দুপুরে একই গ্রামের মৃত আব্দুল মজিদ সরকারের ছেলে সাইফুল ইসলাম দুলু তার ভাড়াটে লোকজন নিয়ে গিয়ে গাছপালা কেঁটে নিয়ে যায়। এছাড়াও পারুল বেওয়ার ঘরে থাকা এক লক্ষ পচাত্তুর হাজার টাকা ও স্বর্ণালংকার বাক্সের কড়া ভেঙ্গে লুটকরে নিয়ে যায় ওই চক্রটি।
এলাকাবাসী জানান, দীর্ঘ দিন থেকে মৃত আব্দুল করিম মুন্সীর বিধাবা মেয়ে মোছাঃ পারুল বেগম উক্ত জমিতে বসবাস করে আসছে। তিনিই উক্ত গাছপালাগুলো রোপন করেছিলেন। এদিকে পারুল বেগম বিবাদীদের জিবন নাশের হূমকির ভয়ে দীর্ঘ দিন থেকে বাড়ী ছাড়া হয়ে আত্মীয়ের বাড়ীতে আশ্রয় নিয়েছিলেন।
এ সুযোগে দুলু গংরা বসতবাড়িতে রোপনকৃত লক্ষাধিক টাকার বিভিন্ন ফলবান গাছ,নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
All Rights Reserved © 2022 Gaibandha Report