গাইবান্ধায় বেশ কিছু দিন যাবৎ থেকেই সব নদ-নদীর পানি কমতে শুরু করেছে। আর সেই সঙ্গে পানি কমায় ঘাঘট নদীতে দেখা দিচ্ছে নানা রকম ছোট-বড় মাছ। তাই নদীতে ছিপ ফেলে মাছ শিকার করছেন সৌখিন মৎস্যশিকারিরা।
কথা হয় মৎস্যশিকারি শামিম সরকার মহুরীর সঙ্গে, তিনি বলেন শখের বসেই ২৬ শত টাকা দিয়ে হুইল বরশি কিনেছি মাছ শিকারের জন্য। আমি মাছ শিকার করতে পছন্দ করি ছোট থেকেই, সেই নেশাটা এখনও লেগেই আছে। যদিও সময়ে অভাবে মাছ শিকার করতে পারছি না, তবে ছুটির দিন কিংবা একটু অবসর সময় পেলেই নদীতে বরশি নিয়ে যাই।
ছবিটি গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের নারায়নপুর থেকে তোলা।
ছবিঃ রিফাতুন্নবী রিফাত
All Rights Reserved © 2022 Gaibandha Report