গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের খোলাবাড়ীতে জমিজমার বিরোধে প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে আহত নুরুন্নবী ইসলাম রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
নিহত নুরুন্নবী ইসলাম খোলাবাড়ী গ্রামের মৃত আব্দুস সাত্তারের পুত্র।
প্রতক্ষদর্শীরা জানান, খোলাবাড়ীতে জমিজমা বিরোধের জের ধরেই নুরুন্নবী সরকারের সঙ্গে বেশ কিছুদিন ধরে প্রতিবেশী আব্দুল মান্নানের বিরোধ চলছিলো।
গত ১৭ জুলাই আব্দুল মান্নান গং নুরুন্নবী সরকারের বাড়ীতে প্রবেশ করে নুরুন্নবী সরকারসহ কয়েকজনকে আহত করে। নুরুন্নবী ইসলাম প্রথমে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি হয় অবস্থার অবনতি ঘটলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফাড করে। চিকিৎসাধীন অবস্থায় ২৭ আগষ্ট সকালে রংপুর মেডিকেলে তার মৃত্যু হয়।
এবিষয়ে, মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার এসআই মাইদুল ইমলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
All Rights Reserved © 2022 Gaibandha Report