সুুন্দরগঞ্জ (গাইবান্ধা)প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে সড়ক দূর্ঘটনায় গরু ব্যবসায়ীর মৃত্য হয়েছে।
রবিবার সন্ধায় উপজেলার ধুপনী বাইপাস মোড়ে এই দূর্ঘটনা ঘটনা ঘটে। মৃত্য ব্যাক্তি উপজেলার উত্তর সীচা গ্রামের মৃত, খাদেম হোসেনের পুত্র খিতাব উদ্দিন।
স্থানীয়রা জানান, রংপুরের শটিবাড়ীর হাট থেকে গরু ক্রয় করে নছিমন গাড়ীতে নিয়ে বাড়ী ফেরার পথে ধুপনী মোড়ে বিপরীত পাশের আটো বাইকে সাইট দিতে গিয়ে গাড়ীর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পরেগিয়ে খিতাব উদ্দিনসহ ৬ জন গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাইবান্ধা হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেয়ার পথে ১ জনের মৃত্য হয় এবং অন্যান্যরা চিকিৎসাধীন অবস্থায় আছে।