গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ছাপড়হাটিতে পূর্ব শত্রুতার জেরে রোপনকৃত বিভিন্ন প্রজাতির তিন শতাধিক গাছ উপড়ে ফেলেছে প্রতিপক্ষরা।
এ বিষয়ে জাকরুল ইসলাম বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় একটি এজাহার দায়ের করেছেন।
থানার এজাহার সূত্রে জানা গেছে, সুন্দরগঞ্জ উপজেলার পূর্ব ছাপড়হাটি গ্রামের মো. ইছাহক আলীর পুত্র মো. জাকরুল ইসলামের একই গ্রামের বাচ্চা শেখের পুত্র আবুল কাশেম এর সাথে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এমতাবস্থায় ২৭ আগস্ট দুপুর ১ ঘটিকার দিকে বিবাদী আবুল কাশেমসহ অন্যান্য আসামীরা বাদীর ভোগদখলীয় জমিতে রোপা তিন শতাধিক বিভিন্ন প্রজাতির গাছপালা উপড়ে ফেলে এবং সেখানে থাকা একটি ঘর ভাংচুর করে।
এতে বাদীর পিতা মো. ইছাহক আলীবাঁধা দিতে গেলে তাকেও মাটপিট করে প্রতিপক্ষরা।
All Rights Reserved © 2022 Gaibandha Report