সুুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুুন্দরগঞ্জ উপজেলায় জমি দখলের চেষ্টায় বাবা মেয়ে ২ জন আহত হয়েছে।
রবিবার উপজেলার ছাপড়হাটি ইউনিয়নের উত্তর মরুয়াদহ গ্রামে মৃত আছিম উদ্দিনের পুত্র দছিজল হকের জমি তাহার ভাগিশরীক আব্দুল জলিল (পিচাস) ভোর সাড়ে ৬ টা থেকে ভারাটিয়া লোকজন দিয়ে জমি দখলের জন্য পাশের গ্রামে জোট হয়। দছিজন বিষয়টি জনতে পেরে ৯৯৯ নাম্বারে কল করে পুলিশের সহযোগিতা চাইলে সুুন্দরগঞ্জ থানা পুলিশ ঘটোনা স্থানে হাজির হয়ে দুপক্ষে লকজনকে জমিতে চাষাবাদ করা থেকে বিরত থাকতে বলে পুলিশ থানায় ফিরে আশেন। পরে সকাল ১১ টায় আব্দুল জলিল তার ভারাটিয়া লোকজন দের নিয়ে পুলিশের বাঁধা অতিক্রম করে জমি দখলের চেষ্টা চালায়। এসময় দছিজল ও তার মেয়ে বাঁধা প্রদান করলে আব্দুল জলিল পিসাচ এর ভারাটিয়া লোকজন তাদের মারধোর শুরু করেন। ঘটোনাস্থানে বাবা মেয়ে আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে সুুন্দরগঞ্জ হাসপাতালে ভর্তি করেন। সুুন্দরগঞ্জ থানা পুলিশ খবর পেয়ে আবাও ঘটোনা স্থানে উপস্থিত হলে পুরিশের উপস্থিতি টেরপেয়ে জলিল পিসাচ ও তার লোক জন পালিয়ে যায়।
স্থানীয়রা জানান, দির্ঘদিন থেকে এই জমি নিয়ে দছিজল ও জলিলের মাঝে বিরোধ চলে আসতেছিলো এই নিয়ে কয়েকটি মামলা এখনো চলোমান অবস্থায় আছে। মামলা চলোমান অবস্থায় জমি দখলের চেষ্টায় বাঁধা দিলে দছিজল ও তার মেয়ে আহত হয় আমরা তাদের হাসপাতালে ভর্তি করি।
এই বিষয়ে সুুন্দরগঞ্জ থানা অফিসার ইনচার্জ সরকার ইফতেখার মোকাদ্দেম জানান, জমি নিয়ে মারামারির ঘটনা এখনো কোনো অভিযোগ করে নাই অভিযোগ করলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
All Rights Reserved © 2022 Gaibandha Report