জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গাইবান্ধায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
বুধবার (৩১ আগষ্ট ) দুপুরে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক অলিউর রহমান, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি রেজাউল করিম রেজা, সাধারণ সম্পাদক মৃদুল মোন্তাফিজ ঝন্টু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলী আকবার প্রমুখ।
পরে বঙ্গবন্ধু ও আগষ্টের সকল শহিদদের আত্নার মাগফেরাত কামনা করে দেয়ার মাধ্যমে শোক দিবসের আলোচনা সভা শেষ হয়। দোয়া শেষে উপস্থিত ব্যক্তিদের মাঝে খাবার বিরতণ করা হয়।
All Rights Reserved © 2022 Gaibandha Report