সুন্দরগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে ১৫ আগস্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বুধবার (৩১ আগস্ট) দুপুরে সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সভাপতি গোলাম মওলা বাঁধন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এনামুল হক বিজয়ের সঞ্চালনায় জাতীয় শোক দিবসের আলোচনা সভা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিসেস আফরুজা বারী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, আশরাফুল আলম সরকার লেবু,
এসময় আরও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌরমেয়র আবদুল্লাহ আল মামুন,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কবির মুকুল,রেজাউল আলম রেজা, পৌর আওয়ামীলীগের সভাপতি আহসানুল করিম চাঁদ,পৌর যুবলীগের সভাপতি,মারুফ হোসেন বাদল,স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মেহেদী রাসেল, শ্রমিকলীগের সভাপতি গনেশ চন্দ্র শীল, সাবেক আহ্বায়ক ছাত্রলীগ রুহুল আমিন প্রামানিক, সাবেক ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রতন মিয়া, জুয়েল ইসলাম জিকো, সুমন মিয়া প্রমূখ।
এরপর আলোচনা সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদের জন্য এক বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।