গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ৩৯৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মমিনুল ইসলাম (৩২) নামের এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দুপুরে র্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ধৃত মমিনুল ইসলাম গাইবান্ধা সদরের সোনাইডাঙ্গা গ্রামের নুরুন্নবী মিয়ার ছেলে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (৩১ আগস্ট) ক্যাম্পটির একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সাদুল্লাপুরের ছোটগয়েশপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় অবৈধ মাদকদ্রব্য ৩৯৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মমিনুল ইসলামকে আটক করা হয়।
মাহমুদ বশির আহমেদ আরও বলেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে তার সম্পৃক্ততার কথা স্বকার করেছে। তার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। মমিনুলের বিরুদ্ধে সাদুল্লাপুর থানায় র্যাব বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করে এবং ধৃত আসামি সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
All Rights Reserved © 2022 Gaibandha Report