গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা এক হাজার ৬২০ পিস নেশাজাতীয় ইনজেকশনসহ লেবু প্রধান (৪৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব।
শনিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে র্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটক লেবু প্রধান পলাশবাড়ী উপজেলার জামালপুর গ্রামের মৃত-বাচ্চা মিয়ার ছেলে।
বিজ্ঞপ্তি বলা হয়, শনিবার (৩ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা ক্যাম্পের একটি অভিযানিক দল পলাশবাড়ীর পোস্ট অফিস এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য এক হাজার ৬২০ পিস ইনজেকশনসহ লেবু প্রধানকে আটক করা হয়েছে।
মাহমুদ বশির আহমেদ আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মাদক কারবারি দীর্ঘদিন যাবত মাদক কারবারের সঙ্গে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তার সঙ্গে জড়িত অন্যান্য মাদক কারবারিদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। তার বিরুদ্ধে র্যাব বাদী হয়ে পলাশবাড়ী থানায় একটি মাদক মামলা রুজু করে এবং আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।
All Rights Reserved © 2022 Gaibandha Report