বিদ্যুৎ সাশ্রয়ে দেশজুড়ে লোডশেডিংয়ে শিডিউল বিপর্যয়ে যখন জনজীবনে হাঁসফাঁস অবস্থা, তখন শিক্ষা অফিসে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসে মিললো এর ভিন্ন চিত্র। খোদ অফিসেই চলছে বিদ্যুতের অবাধ অপচয়।
সরজমিনে গত সোমবার ৫ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে দেখা যায়, অফিস কক্ষে কেউ না থাকলেও দিনের আলোর মধ্যেই জ্বলছে লাইট, ঘুরছে ফ্যান। যার একটি ভিডিও ফুটেজ গাইবান্ধা রির্পোট অনলাইন পোর্টালের কাছে রয়েছে।
কর্তৃপক্ষের নাকের ডগায় এভাবে বিদ্যুতের অপচয় হতাশ করে তুলেছে। এমন ঘটনায় বিরূপ মন্তব্যও করেছেন অফিসে সেবা নিতে আসা গ্রাহকরা। সুন্দরগঞ্জ উপজেলা শিক্ষা অফিসে আসা জিহাদ হক্কানী নামে একজন বলেন, শিক্ষা অফিসে প্রয়োজন ছাড়াই বিদ্যুতের এমন অপচয় মানুষকে আরও ভোগান্তি বাড়িয়ে দিচ্ছে।
কর্তৃপক্ষকে আরও অনেক বেশি সচেতন হওয়া দরকার। রফিক মিয়া নামে আরেকজন বলেন, দেশে প্রচুর লোডশেডিং হচ্ছে আর সুন্দরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের বিদ্যুৎ অপচয়ের চিত্র দেখে আমি হতাশ। এই বিষয়ে যোগাযোগ করা হলে তাকে অফিস কক্ষে পাওয়া যাইনি।
All Rights Reserved © 2022 Gaibandha Report