সুুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় গাইবান্ধার সুুন্দরগঞ্জে ৩ দিন ব্যাপি কৃষি মেলার শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বরে কৃষি মেলার শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল মারুফ এর সভাপতিত্বে ও উপজেলা কৃষি অফিসার রাশেদুল কবির এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, স্থানীয় সাংসদ ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি সাজেদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক গোলাম কবির মুকুল, উপজেলা পৌকশলী সামছুল আরেফিন, উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক আব্দুল মান্নান আকন্দ, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি আলনা গোস্বামী, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক জুয়েল ইসলাম জিকো প্রমূখ।
এরপূর্বে উপজেলা পরিষদ চত্বরে র্যালি মেলা শুভ উদ্বোধন করে মেলার ভিতরের স্টাল পরিদর্শন করেন অতিথিরা।
এসময় উপজেলা উপসহকারি কৃষি কর্মকর্তাগণ সহ উপজেলা গন্যমান্য ব্যাক্তিবর্গ ও সফল কৃষকরা উপস্থিত ছিলেন।