সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় সামাজিক সম্প্রীতির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সামাজিক সম্প্রীতি কমিটির আয়োজনে গতকাল সোমবার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ আল মারুফের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এত বক্তব্য দেন থানার ওসি সরকার ইফতেখারুল মোকাদ্দেম, সুন্দরগঞ্জ ডিড রাইটার ডিগ্রী কলেজের অধ্যক্ষ একেএমএ হাবীব সরকার, মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ নাসরিন সুলতানা, বেলকা মজিদপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা প্রেসক্লাব সাধারন সম্পাদক আব্দুল মান্নান আকন্দ, প্রভাষক কৃষারানী, উপজেলা পুজা উদ্যাপন কমিটির সভাপতি নিমাই ভট্টাচার্য্য. বীরমুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম প্রমুখ।