গাইবান্ধা -৫ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) ৯ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
এদের মধ্যে দলীয় প্রার্থী ৩ জন এবং স্বতন্ত্র প্রার্থী ৬ জন। গাইবান্ধা -৫ আসনের উপ-নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার কামরুল ইসলাম জানান, আজ মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ৯ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।
তারা হলেন, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহমুদ হাসান রিপন, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী এ এইচ এম গোলাম শহীদ রঞ্জু, বিকল্প ধারা বাংলাদেশ মনোনীত প্রার্থী জাহাঙ্গীর আলম, স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাদ, শাহ মোঃ আবু বকর সিদ্দিক, এইচ এম এরশাদ, শহিদুল ইসলাম সরকার, সৈয়দ মোঃ মাহাবুবুর রহমান, সৈয়দ মোঃ বেলাল হোসেন ইউসুফ।
সাঘাটা উপজেলার ১০টি ও ফুলছড়ি উপজেলার সাতটি ইউনিয়ন নিয়ে গঠিত গাইবান্ধা-৫ আসন। দুই উপজেলা মিলে এ আসনটিতে ভোটার সংখ্যা ৩ লাখ ৩৯ হাজার ৭৪৩। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৩ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই ১৫ সেপ্টেম্বর, মনোনয়ন বাছাইয়ের বিরুদ্ধে আপিলের শেষ তারিখ ১৬-১৮ সেপ্টেম্বর। আপিল নিষ্পত্তি ১৯ থেকে ২১ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ সেপ্টেম্বর। আর প্রতীক বরাদ্দ ২৩ সেপ্টেম্বর। ভোট গ্রহণ ১২ অক্টোবর।
উল্লেখ্য, গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য ও ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া গত ২২ জুলাই নিউইয়র্কের একটি হাসপাতালে মারা যান। এরপর গত ২৪ জুলাই আসনটি শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে সংসদ সচিবালয়।
All Rights Reserved © 2022 Gaibandha Report