গাইবান্ধায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অধিনে মানব সম্পদ উন্নয়নে গ্রামীণ পানি সরবরাহ, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি প্রকল্পের আওতায় গাইবান্ধা সদর উপজেলা পরিষদ চত্বরে ‘‘কমিউনিটি ভিত্তিক পাইপ লাইনের মাধ্যমে নিরাপদ পানি সরবরাহের স্মল স্কীম’’ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন কাজের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি।
গাইবান্ধা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর আয়োজনে ১৪ সেপ্টেম্বর বুধবার সকালে উপজেলা পরিষদে ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রেজওয়ান হোসেন, গাইবান্ধা সদর উপজেলা নিবার্হী অফিসার মো. শরীফুল আলম, গাইবান্ধা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নূর এ হাবীব টিটন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, তাসলিমা সুুলতানা স্মৃতি, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি রেজাউল করিম রেজা,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, মো. আনিছুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার নাসির উদ্দিন শাহ পলাশ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর উপ-সহকারী প্রকৌশলী রাকিবুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার জাকিরুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার তাহাজুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা: আনোয়ার হোসেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার খাদেমুল ইসলাম, নির্মাতা প্রতিষ্ঠান প্রতিনিধি মোঃ জাহিদ হোসেন রনি, এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় বিভিন্ন শ্রেনীর পেশার মানুষ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এই কাজের নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় ১১ লক্ষ টাকা। এই স্কীমটি বাস্তবায়িত হলে উপজেলা পরিষদ এবং এর আশেপাশের প্রায় ৩০ থেকে ৪০ টি পরিবারের নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে।
All Rights Reserved © 2022 Gaibandha Report