মোঃ সোহেল রানা,বাদিয়াখালীঃ
গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের সুখানদিঘী বাজারের পশ্চিমে আজাহারের মোর হতে পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়ন এর কুমেদপুর বাজার (কাফী চেয়ারম্যান এর বাড়ির সামনে পযন্ত) পযন্ত প্রায় ১ কিলোমিটার কাঁচা রাস্তার বেহাল অবস্থা,দুই উপজেলার দুই ইউনিয়ন বাসীর চলাচলের গুরুত্বপূর্ণ রাস্তাটি কতৃপক্ষের অবহেলায় আজ মরণফাঁদে পরিনিত হয়েছে,একটু বৃষ্টি হলেই রাস্তাটি হাঁটাচলার অযোগ্য হয়ে পড়ে,অথচ্য এই রাস্তা দিয়ে শিশু কিশোর যুবকেরা স্কুল কলেজ মাদ্রাসায় নিয়মিত চলাচল করে,বৃদ্ধ মানুষদের হাটবাজার করতে যায় অত্যান্ত কষ্ট করে,অসুস্থ রুগীদের হাসপাতালে নিতে পোহাতে হয় ভোগান্তি এমনকি এই রাস্তা দিয়ে চলাচল করতে যেয়ে অনেকেই দূর্ঘটনার কবলে পড়েছে।
এতে করে দুই উপজেলার সিমান্তবর্তী রাস্তা হওয়ায় রাস্তাটি পাকাকরনে স্থানীয় জনপ্রতিনিধীদেরও তেমন কোনও ভুমিকা না থাকায় ভোগান্তি আরও বহুগুণ বৃদ্ধি পেয়েছে, স্থানীয়রা জানিয়েছেন পলাশবাড়ী থেকে দায়িত্বশীলরা অনেকবার এসে রাস্তাটি মাফ যোগ করে গেলেও আসেনি কোনও সুরাহা , এমতাবস্থায় রাস্তাটির দ্রুত সংস্কারের দাবী জানিয়েছেন এলাকাবাসী।
All Rights Reserved © 2022 Gaibandha Report