গাইবান্ধা শহরের কুখ্যাত চোর ও একাধিক চুরির মামলার আসামি শিখনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার মাধ্যমে আটক করা হয় তাকে।
পুলিশ বলেন ,দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন বাসা বাড়িতে শিখন মিয়া চুরি করে আসছেন । শিখন ডিভিড কোম্পানি পাড়ার রফিকুল ইসলামের ছেলে।
এর আগে আটবার গাইবান্ধায় এশিয়ান টেলিভিশন এর স্টাফ রিপোর্টার মাসুম লুমেন এর বাড়িতে একাধিকবার চুরির ঘটনা ঘটায় । সে অত্যান্ত ধুরন্দর ও সুচতুর এই চোরকে ধরতে দেড়মাসের নজরদারি ও তিনবারের চেষ্টায় গ্রেফতার করতে সমর্থ হয় সদর থানা পুলিশের একটি চৌকস টিম। জেলা পুলিশ সুপার এর নির্দেশনায় উপ-পুলিশ পরিদর্শক নুরুজ্জামান ও মাইদুল ইসলাম এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।অবশেষে আজ মোবাইল ও এশিয়ান টেলিভিশন এর লোগো সম্বলিত একটি ক্যামেরা উদ্ধার করেছে সদর থানা পুলিশ।
পুলিশ আরো বলেন, সে একা এসব চুরি করে নি আরো চোর সঙ্গে আছে বাকি চোরদের গ্রেফতারের জন্য চেষ্টা চলছে।
All Rights Reserved © 2022 Gaibandha Report