গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনে কোন প্রার্থীর পক্ষে কাজ না করার আহবান জানিয়ে সভা করেছে ফুলছড়ি উপজেলা বিএনপি। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) উপজেলার গজারিয়া ইউনিয়নের বড়ভিটা এলাকায় গজারিয়া ইউনিয়ন বিএনপি’র আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মৎস্যজীবি দলের সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন,মোঃ সাইদুর রহমান সাংগঠনিক সম্পাদক গজারিয়া ইউনিয়ন বিএনপি, মোঃ আনছার আলী সম্পাদক গজারিয়া ইউনিয়ন বিএনপি, মোহাম্মদ এসা মিয়া, সভাপতি ১নং ওয়ার্ড ২নং ওয়ার্ড সভাপতি আব্দুল্লা আউয়াল, ৩ নংওয়ার্ড সভাপতি সৈয়দ আলী,৪ নং ওয়ার্ড সভাপতি বাবলু মিয়া,৫ নং ওয়াডে সভাপতি আবুল কালাম আজাদ, ৬ নং ওয়ার্ড সভাপতি ইউনুস আলী, গজারিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক সাজেদুর রহমান সাজু, যুগ্ন আহবায়ক মামুনুর রশীদ যুগ্ন আহবায়ক শাহিন প্রামানিকসহ ছাত্রদল যুবদল মৎস্যজীবী দল স্বেচ্ছাসেবক দল এর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের উপ-নির্বাচনে কেন্দ্রীয় সিদ্ধান্তের ভিত্তিতে এ আসনে বিএনপি দলীয় কোন প্রার্থী দেয়নি। তাই উক্ত নির্বাচনে আমরা কোন দলীয় প্রার্থী কিংবা কোন স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করবো না। আমরা এই নির্বাচন বয়কট করছি তাই বিএনপি ও সহযোগি সংগঠনের সকল নেতা-কর্মী ও সমর্থকসহ সকলকে ভোট কেন্দ্রে না যাওয়ার অনুরোধ জানাচ্ছি।