গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ফুলছড়ি ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মনোয়ার হোসেনকে করোনাকালীন সাধারণ মানুষকে জরুরী খাদ্য সহায়তায় অবদান রাখায় সম্মাননা প্রদান করা হয়েছে।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইসিটি ডিভিশনের এটুআই প্রকল্প থেকে এ সম্মাননা দেয়।
জানা যায়, কোভিড-১৯ চলাকালীন সময়ে দেশের মানুষ যখন ঘর থেকে বের হতে পারছিলনা, ঠিক ওই সময় সরকার জাতীয় হেল্পলাইন ৩৩৩ এর মাধ্যমে দেশের শতাধিক উদোক্তাদের সমন্বয়ে মানুষের ঘরে খাদ্য সহায়তা সহ বিভিন্ন সহযোগিতা করে। উদ্যোক্তারা ৩৩৩ এর এজেন্ট হিসেবে কাজ করে দেশের ক্লান্তি লগ্নে সরকারকে সহযোগিতা করেন।
করোনা মহামারীর সময়ে সরকারের জাতীয় হেল্পলাইন ৩৩৩ এর মাধ্যমে জনগণকে জরুরী খাদ্য সহায়তা প্রদানে অবদান রাখায় সারাদেশের ১০০ জন উদ্যোক্তাকে এই সম্মাননা প্রদান করে সরকারের আইসিটি ডিভিশনের এটুআই। সেই উদ্যোক্তাদের একজন গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ফুলছড়ি ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মনোয়ার হোসেন।
রোববার (২৫ সেপ্টেম্বর) সকালে পর্যটন নগরী কক্সবাজারের অভিজাত হোটেল বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজে এ সম্মাননা দেওয়া হয়। কক্সবাজারের জেলা প্রশাসক মামুনুর রশিদ এর সভাপতিত্বে সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এটুআই প্রকল্পের পরিচালক (যুগ্ম-সচিব) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রীপরিষদ বিভাগের যুগ্ম-সচিব ও এটুআই প্রকল্পের যুগ্ম-পরিচালক ছাইফুল ইসলাম।
উদ্যোক্তা মনোয়ার হোসেন বলেন, ‘করোনা কালীন সময়ে মানুষ যখন মৃত্যুর ভয়ে বাহিরে বের হতো না, তখন জীবনের ঝুকি নিয়ে কাজ করেছি। সাধারণ মানুষের সহযোগিতায় নিজেকে উৎসর্গ করেছিলাম। কোন কিছু পাওয়ার আশা করিনি। এটুআই প্রকল্প আমাদেরকে সম্মাননা প্রদান করায় আমরা কৃতজ্ঞ।
ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন বলেন, ‘করোনাকালীন সময়ে উদ্যোক্তাদের কার্যক্রম প্রশংসনীয়। যেকোন দুর্যোগে তারা আরও অগ্রনী ভূমিকা পালন করবেন এমনটাই প্রত্যাশা করি। ফুলছড়ি ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মনোয়ার হোসেনের সম্মাননা ফুলছড়িবাসীকেও প্রশংসিত করেছে ।
All Rights Reserved © 2022 Gaibandha Report