➡️গাইবান্ধা-৫ সাঘাটা-ফুলছড়ি সংসদীয় আসনের উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত প্রার্থী মাহমুদ হাসান রিপনের নৌকা প্রতীকে ভোট চেয়ে পথসভা করেছেন সহধর্মিণী ডাঃ মারিয়ম জামান শেখা 
আজ মঙ্গলবার সকাল থেকে ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়নের ৬টি স্থানে তিনি ভোটারদের সাথে পথসভা করেন। প্রিয়নেতা মাহমুদ হাসান রিপনের সহধর্মিণী ডাঃ মারিয়ম জামান শেখা উদাখালী ইউনিয়নের পূর্ব ছালুয়া, পশ্চিম ছালুয়া, দক্ষিণ বুড়াইল, হরিপুর, মাছেরভিটা, ও দক্ষিণ উদাখালী গ্রামে উপস্থিত হলে বিপুল সংখ্যক নারী ও পুরুষ ভোটার ফুলের তৈরি নৌকা প্রতীক দিয়ে তাঁকে স্বাগত জানায়। পথসভায় ডাঃ মারিয়ম জামান শেখা এলাকার রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট নির্মাণ,সামাজিক নিরাপত্তা বেষ্টনীর সকল সুবিধা স্বচ্ছতার সহিত বাস্তবায়ন সহ বিভিন্ন উন্নয়ন প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান।
পথসভায় উপস্থিত ভোটাররা উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকের পক্ষে কাজ করার ও ভোট প্রদানের আশ্বাস দেন। উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ এসব পথসভায় বক্তব্য দেন।