গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় তিস্তা নদী থেকে অজ্ঞাত (৩৫) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে উপজেলাধীন চন্ডিপুর ইউনিয়নের পাঁচপীর-চিলমারী তিস্তা ব্রিজ নামস্থান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এ তথ্য নিশ্চত করেছেন সুন্দরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সেরাজুল হক।
তিনি বলেন, আজ সকালের দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়া হয়। এরপর দুপুর ১২ টার দিকে ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত তার নাম-পরিচয় জানা যায়নি।
এদিকে স্থানীয়দের ধারণা পঞ্চগড়ের বোদার নৌকাডুবির ঘটনায় ওই মরদেহটি ভেসে আসতে পারে। এমনি বলছেন অনেকে।
All Rights Reserved © 2022 Gaibandha Report