গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড়ে ট্রাকের ধাক্কায় শাহনাজ বেগম (৪০) নামের এক মেডিকেল ফার্মাসিস্ট নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় গাইবান্ধা-সাদুল্লাপুর সড়কের কাজলডোপ ফোরকানিয়া বাজার নামকস্থানে এ ঘটনা ঘটে। শাহনাজ বেগম গাইবান্ধা শহরের থানাপাড়ার রিজু মিয়ার স্ত্রী ও সদর হাসপাতালের মেডিকেল ফার্মাসিস্ট পদে কর্মরত ছিলেন।
এ তথ্য নিশ্চিত করেছেন গাইবান্ধা পৌরসভার কাউন্সিলর সুমন মিয়া।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, ওই সময় শাহনাজ বেগম মোটরসাইকেল যোগে সাদুল্লাপুর থেকে বাড়ির দিকে ফিরছিলেন। এসময় ফোরকানিয়া বাজারে পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক থাক্কা দেয়। এতে ঘটনা স্থলে তার মৃত্যু হয়।
All Rights Reserved © 2022 Gaibandha Report