গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় এক যুবতীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (০১অক্টোবর) সন্ধ্যায় বিশেষ অভিযান চালিয়ে উপজেলার দরবস্ত ইউনিয়নের মৃত নুরুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম (৪০) ও হাদি আকন্দের ছেলে মনির আকন্দ (৪৪) কে গ্রেফতার করা হয়।
এ তথ্য নিশ্চিত করে পুলিশ জানায়, জাহিদুল ইসলাম নিজেকে সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে ওই যুবতীর সঙ্গে দীর্ঘদিন ধরে মোবাইল ফোনের মাধ্যমে প্রেম-ভালোবাসার সম্পর্ক করে আসছিল। এরই একপর্যায়ে বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দেখা করার কথা বলে যুবতীকে ডেকে দরবস্তর ইউনিয়ানে একটি কলাবাগানে নিয়ে নিয়ে যায়। তারপর জাহিদুল ও তার সহযোগীরা তাকে ধর্ষণ করে এবং তার কাছ থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নেয়। এরই পরিপ্রেক্ষিতে (৩০ সেপ্টেম্বর) ওই যুবতী বাদি হয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন জানান, দলবেঁধে ধর্ষণের অভিযোগে এজারহার নামীয় দুই আসামিকে গ্রেফতার করেছে। ধৃতরা জিনের বাদশা পরিচয় দিয়ে এমন অপকর্মে চালিয়ে আসছিল।
All Rights Reserved © 2022 Gaibandha Report