সুন্দরগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মিথ্যা মামলাসহ বার বার মিথ্যা অভিযোগ করে হয়রানীর চেষ্টা। উপজেলার ছাপড়হাটি ইউনিয়নের দক্ষিণ মরুয়াদহ গ্রামের হোসেন আলীর পুত্র রবিউল ইসলাম বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেন একেই গ্রামের মৃত সাহাব উদ্দিনের ছেলে সিদ্দিকুল ইসলাম।
অভিযোগ সূত্রে জানা যায়, নিজের জমিতে মুরগীর খামারের নিরাপত্তার জন্য ফাঁকা জায়গায় বৃক্ষরোপন করে বাঁশের চ্যাকার দেয়ায় থানা মিথ্যা অভিযোগ করেন সিদ্দিকুল ইসলাম।
রবিউল ইসলাম জানান, ইতিপূর্বে আমার পুত্রকে খামার থেকে ডেকে নিয়ে গিয়ে তার কন্যার সাথে কোন এক জায়গায় পাঠিয়ে দিয়ে থানায় মিথ্যা ধর্ষণ মামলা দিয়ে আমার নিকট থেকে জমি দাবি করেন। জমি না দিলে মামলায় আমার সন্তানকে সারাজীবন জেল খানায় পঁচে মারবে বলে হুমকি দিচ্ছেন।
ছাপড়হাটী ইউপি চেয়ারম্যান কনক কুমার গোস্বামী জানান, বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসা চেষ্টা চলছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল-মারুফ জানান, আমরা অভিযোগ পেয়ে তদন্ত করে সেখানে কোন প্রকার রেকর্ডভূক্ত রাস্তা পাইনি। তাই বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসা করতে বলা হয়েছে।