গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বিভিন্ন এলাকার শারদীয় দুর্গা পূঁজা মন্ডব পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার বি সার্কেল আবু লাইচ মোঃ ইলিয়াচ জিকু।
৩ই অক্টোবর সোমবার বিকালে পূঁজা মন্ডব পরিদর্শনের এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের ফুলছড়ি থানা অফিসার ইনর্চাজ ওসি কাওছার আলী।
ফুলছড়ি আগমনে অতিরিক্ত পুলিশ সুপার বি সার্কেল আবু লাইচ মোঃ ইলিয়াচ জিকু কে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানান ফুলছড়ি পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ ওসি কাওছার আলী, উপজেলা পূঁজা উদযাপন পরিষদের সভাপতি অশ্বনি বাবু,সাধারণ সম্পাদক সুশিল কুমার বর্মন সহ থানা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ।
শারদীয় দুর্গা পূঁজা মন্ডব পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে অতিরিক্ত পুলিশ সুপার বি সার্কেল আবু লাইচ মোঃ ইলিয়াচ জিকু বলেন আপনারা দেখছেন আমরা ফুলছড়ির বিভিন্ন স্থানের দুর্গা পূঁজা মন্ডব গুলো পরির্দশন করছি।
পুলিশ প্রশাসন ও স্থানীয় পূঁজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ সকল স্তরের মানুষের সহযোগীতায় শান্তি পূর্ন পরিবেশে এবারে শারদীয় দূর্গা পূঁজা অনুষ্ঠিত হচ্ছে।