গাইবান্ধার ফুলছড়িতে আওয়ামীলীগের নির্বাচনী অফিস ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের হওয়ার পরে এজাহার নামীয় ২ আসামীকে আটক করেছে থানা পুলিশ।
ফুলছড়ি থানা সুত্রে জানা যায়, গত শনিবার দিবাগত রাতে উপজেলার উদাখালী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে থাকা আওয়ামীলীগের নির্বাচনী অফিস ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় রবিবার বিকালে ফুলছড়ি উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম বাদী হয়ে ৪১ জনের নাম উল্লেখসহ ২ শতাধিক ব্যাক্তিকে অজ্ঞাত আসামী করে থানায় একটি মামলা দায়ের করে। যার মামলা নং – ৩, তারিখঃ ১০ অক্টোবর ২০২২ইং।
এদিকে মামলা দায়েরের পরে রবিবার রাতেই থানা পুলিশ অভিযান চালিয়ে এজাহার নামীয় উদাখালী ইউনিয়নের পশ্চিম ছালুয়া গ্রামের রনি ও উত্তর কাঠুর গ্রামের সাইদুর রহমানকে আটক করে। আটককৃতদের আজ সোমবার সকালে কোর্টের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ কাওছার আলী মামলা দায়ের ও ২ আসামী আটকের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বাকী আসামীদের ধরতে অভিযান অব্যাহত থাকায় এই মুহুর্তে এজাহার নামীয় আসামীদের নাম প্রকাশ করা সম্ভব হচ্ছে না।
All Rights Reserved © 2022 Gaibandha Report