মানব সম্পদ উন্নয়নে গ্রামীণ পানি সরবরাহ, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি প্রকল্প (জিওবি-বিশ্বব্যাংক) এর আওতায় পাইপ লাইনের মাধ্যমে কমিউনিটি ভিত্তিক পানি সরবরাহের স্মল স্কীম বাস্তবায়ন বিষয়ক এক অবহিতকরন সভা আজ ২০ অক্টোবর বৃহষ্পতিবার গাইবান্ধায় স্থানীয় জিইউকে মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত প্রকল্প পরিচালক জনাব প্রকৌশলী মো. তবিবুর রহমান তালুকদার মহোদয়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তত্বাবধায়ক প্রকৌশলী, রংপুর সার্কেল জনাব প্রকৌশলী মো. বাহার উদ্দিন মৃধা, সাদুল্লাপুর উপজেলা চেয়ারম্যান মো. সাহারিয়ার খান বিল্পব, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. শরীফুল আলম।
অবহিতকরন সভায় গাইবান্ধা সদর, সাদুল্লাপুর ও সাঘাটা উপজেলার সকল ইউনিয়ন চেয়ারম্যান, সংশ্লিষ্ট জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী, উপ-সহকারী প্রকৌশলী, মেকানিকবৃন্দ, এনভায়রনমেন্টাল সেফটিগার্ড স্পেশালিষ্ট ফারহানা শারমিন এবং সংশ্লিষ্ট ঠিকাদারবর্গ। পাঁচ বছর মেয়াদী এ প্রকল্পটি বাস্তবায়িত হলে গ্রামীন জনগোষ্ঠীকে শহরের মতো নিরাপদ পানি ও স্যানিটেশন সুবিধা নিশ্চিত করা সম্ভবপর হবে।
উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলার উপ-সহকারী প্রকৌশলী রাকিবুল ইসলাম।
All Rights Reserved © 2022 Gaibandha Report