বৈদ্যুতিক শর্ট সার্কিট আগুন থেকে সৃষ্ট অগ্নিকান্ডে গাইবান্ধা পৌর সভার শাপলামিল এলকালার ফার্মেসি দোকানসহ অন্তত চারটি দোকান পুড়ে গেছে। ঘটনা জানার পর পরই পৌর মেয়র মতলুবর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং সহযোগীতার আশ্বাস দিয়েছেন।
মঙ্গলবার (২৬ অক্টোবর) রাতে গাইবান্ধা পৌর সভার গাইবান্ধা-পলাশবাড়ী মহাসড়কের শাপলামিল এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার (২৬ অক্টোবর) রাতে দোকান বন্ধ করে সবাই বাড়ি চলে যায়। ভোরে ৪ টার দিকে অগ্নিকান্ডের খবর পান দোকান ব্যবসায়ীরা। এসময় স্থানীয়দের সহযোগীতায় ফায়ার সার্ভিসের লোকজন একঘন্টা চেষ্টার পর আগুন নিভাতে সক্ষম হয়।
এতোক্ষণে ওই এলাকার পিপাষা ডেকেরেটর, মামা ভাগ্নে ষ্টোর, সরকার মেডিকেল, আল আমিন মেডিকেল, নিপা ট্রেডার্স নামে চারটি দোকানের সমস্ত মালামাল পুড়ে যায়।
দোকানে থাকা মায়া রানী (৪২) শরিলের ৫০ শতাংশ পুড়ে যাওয়ায় আশংকা জনক তাকে রংপুর হাসপাতালে পাঠানো হয়
ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের একজন নুরআলম মিয়া। তিনি বলেন, তার দোকানে প্রায় ১৫/১৬ লাখ টাকার পরিমান মালামাল ছিল। সব পুড়ে গেছে। কিছুই আর বাকি নেই। এ দিকে মামা ভাগ্না ষ্টোরের মামুন বলেন,১৫ লাখ টাকার মালালাম ও পাশের ওষুধের দোকানের মালামাল সুব পুরে যায় তাদের ধারণা ৪ টি দোকানে প্রায় ক্ষয়ক্ষতি মোট ৫০ লাখ টাকা।
এদিকে ফায়ার সার্ভিস সূত্র জানায়, ক্ষয়ক্ষতির পরিমান ৮ লক্ষ ৯৫ হাজার টাকা ধারণা করা হচ্ছে।
বৈদ্যুতিক শর্ট সার্কিট কারনে অগ্নিকান্ডের সুত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে জানান গাইবান্ধা ফায়ার সার্ভিস টিম।
All Rights Reserved © 2022 Gaibandha Report