গাইবান্ধা সদর উপজেলার আশ্রয়ণ প্রকল্পের সুবিধাভোগীদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করা হয়েছে।
বুধবার (২ নভেম্বর ) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে বোয়ালী ইউনিয়নের নশরতপুর আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের মধ্যে এসব গাছের চারা বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফুল আলম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্পের বাস্তবায়ন কর্মকর্তা আনিছুর রহমানসহ অন্যরা। ২ শত ৫০টি পরিবারের মাঝে ৬ শত টি কাঁঠাল, পেয়ারা, ওষুধী চারাসহ বিভিন্ন জাতের চারা দেওয়া হয়।
গাছের চারা প্রাপ্ত আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা জানান, সরকারের পক্ষ থেকে প্রাপ্ত এ উপহারের ঘর তাদের আনন্দিত করেছে। অন্যের বাড়িতে আর থাকতে হচ্ছে না। আজ গাছের চারা পেলাম। এ ধরনের উদ্যোগ আশ্রয়ণ প্রকল্পের গৃহসমূহের সার্বিক সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি বাসিন্দাদের জন্য পুষ্টিকর ফলের উৎস হিসেবে কাজ করবে বলে উপকারভোগীগণ মত প্রকাশ করেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরীফুল আলম বলেন আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের জন্য ওষুধী গাছসহ বিভিন্ন জাতের গাছ বিতরণ করা হয়েছে। গাছ গুলো বড় হলে আশ্রয়ন প্রকল্পের সৌন্দর্য ও পরিবেশ ভারসাম্য রক্ষায় ভুমিকা রাখবে।
All Rights Reserved © 2022 Gaibandha Report