গাইবান্ধায় পানি উন্নয়ন বোর্ড এর অধিনে নদী শাসনের জন্য ব্লক তৈরির কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
মালিবাড়ী ইউনিয়নের পূর্ব বারবলদিয়া ফকির পাড়ায় ৭ নং ব্লক তৈরির স্থান সংলগ্ন নতুন বন্দর – কামারজানী রোডে বুধবার (২ নভেম্বর) দুপুর ১ টায় ঘন্টাব্যাপী মানববন্ধনে সভাপতিত্ব করেন যুব নেতা মোঃ ওয়াহেদুজ্জামান সবুজ।
বক্তব্য রাখেন কামারজানী ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মারুফ হাসান, মোঃ মতিয়ার রহমান প্রমুখ। বক্তব্যে তারা বলেন এই বিপ্লব কুমার গুহ বাবু একজন দুর্নীতিবাজ ঠিকাদার, ৭/১০ ইঞ্চি মাপের পাথর, লোকাল বিট বালু দিয়ে তারা এই ব্লক তৈরি করছে। স্থানীয় লোকজন এর প্রতিবাদ করলে ঠিকাদারের লোকজন মামলা হামলার হুমকি দেয়। পানি উন্নয়ন বোর্ড এর লোকজনের তদারকি অভাব ও গাফলতির কারনে এমনটা হচ্ছে বলে তারা জানান।
All Rights Reserved © 2022 Gaibandha Report