গাইবান্ধার ফুলছড়িতে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি গাইবান্ধা -৫ আসনের নৌকা প্রতীকের নমিনী মাহমুদ হাসান রিপন গণসংযোগ করেছেন।
মঙ্গলবার (০১ নভেম্বর) ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের ফুলছড়ি হাট ও বিভিন্ন এলাকায় তিনি গণসংযোগ করেন এবং ভোটারদের কাছে তিনি নৌকা মার্কার ভোট দোয়া ও ভোট চান। মাহমুদ হাসান রিপন বলেন উন্নয়নের ধারা চলমান রাখতে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিসালি করতে নৌকা মার্কায় আপনারা সকলে ভোট দিবেন।
এসময় উপস্থিত ছিলেন, ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জি.এম সেলিম পারভেজ, ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট নুরুল আমিন, সাংগঠনিক সম্পাদক সুমন মিয়া, ফুলছড়ি উপজেলা যুবলীগের সভাপতি ও ফুলছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান, গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলী খান খুশু, ফুলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল ইসলাম হান্নান,ফুলছড়ি উপজেলা আ’লীগের সাবেক সংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, সাবেক প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রাশেল বিন ওয়াহেদ ফিরোজ, গজারিয়া ইউনিয়ন পরিষদের সদস্য জিহাদুর রহমান মওলা, গাইবান্ধা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফ আকন্দ, ফুলছড়ি উপজেলা ছাত্রলীগের সভাপতি মামুন মিয়া প্রমুখ।