গাইবান্ধা পৌর আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি ওমর ফারুক রুবেলকে সংবর্ধনা প্রদান করেছে পুরাতন বাজার ব্যবসায়ী সমিতি। শনিবার রাতে পুরাতন বাজার এলাকায় এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন – পুরাতন বাজার ৮ নং ওয়ার্ডে কাউন্সিলর ও পৌর আওয়ামীলীগের সহ সভাপতি শেখ সর্দার আসাদুজ্জামান হাসু, যুগ্ন সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম।
সংবর্ধনা উদযাপন কমিটি সদস্য সচিব শৈলান প্রমানিক, আহবায়ক আলহাজ্ব মোঃ জেলাল উদ্দিন,
পুরাতন বাজার সমিতির সাবেক সাংগঠনিক সম্পাদাক রেজাউল করিম, সাবেক সভাপতি জহুরুল ইসলাম রঞ্জু , সাবেক সভাপতি দিপক কুমার পাল প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, বর্তমান সরকারের উন্নয়নের জোয়ার আর বৈশ্বিক সুনাম ক্ষুণ্ণ করতে দেশ বিরোধী অপশক্তি একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। তাদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।
পুরাতন বাজারের সমস্যা ও সম্ভাবনা নিয়েও আলোচনা করেন বক্তারা। পুরাতন বাজার ব্যবসায়ী সমিতি কমিটির মেয়াদকাল শেষ হওয়াই কমিটি বিলুপ্ত ঘোষনা করে নতুন করে কমিটি নির্বাচনের আলোচনাও করেন বক্তারা।
All Rights Reserved © 2022 Gaibandha Report