গাইবান্ধার ফুলছড়িতে দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৯ নভেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ মেলা অনুষ্ঠিত হয়।
সকালে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ চত্বরে “উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান জি.এম সেলিম পারভেজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিসুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আলাউদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা মিন্টু মিয়া, প্রধান শিক্ষক মিলন কুমার বর্মন, সহকারী প্রোগ্রামার কাজল মিয়া, গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলী খান খুশু, ফুলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল হান্নান, উড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা কামাল পাশা, আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম প্রমুখ।
মেলায় উপজেলার সরকারি-বেসরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান সমূহের অংশগ্রহণে ১৮টি স্টলে নাগরিক বান্ধব বিভিন্ন সেবা প্রদান করা হয়।