বৃহস্পতিবার (১৭ নভেম্বর) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর হতে উপজেলার ৩ হাজার ৩’শ ৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান জি.এম সেলিম পারভেজ। এসময় উপস্থিত ছিলেন, ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিসুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মিন্টু মিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জহিরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নিপুণ দেবনাথ, উপসহকারী কৃষি কর্মকর্তা আবু হাসান মানিক প্রমুখ।
ফুলছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মিন্টু মিয়া জানান, রবি মৌসুমে সরিষা, গম, ভুট্টা, শীতকালীন পেঁয়াজ, চীনাবাদাম, সূর্যমুখী, মুগ, মসুর ও সয়াবিন ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় এ উপজেলার ৩ হাজার ৩’শ ৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হচ্ছে।
All Rights Reserved © 2022 Gaibandha Report