চাল, ডাল, আটা, ঔষধ সহ ঊর্ধ্বগতি দ্রব্যমূল্যের দাম কমনো, কৃষকের ফসলের লাভজনক মূল্য নিশ্চিত করা, পূর্ণাঙ্গ রেশন ব্যবস্থা চালু করা, সারসহ কৃষি উপকরণের দাম কমানোর দাবিতে গাইবান্ধার ফুলছড়িতে জাতীয় কৃষক ক্ষেতমজুর সমিতি উপজেলা শাখার আয়োজনে বুধবার দুপুরে কালিরবাজার বটতলায় এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংগঠনটির ফুলছড়ি উপজেলা শাখার সভাপতি জনাব আব্দুল হামিদ সরকারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, গাইবান্ধা জেলা কমিউনিস্ট লীগের সম্পাদক রেবতী বর্মন, জেলা কৃষক ক্ষেতমজুর নেতা মিনাল বর্মন, আব্দুল্লাহ সরকার, সাইফুল ইসলাম, ইউনুস আলী, ছকু মিয়া, অনিল বর্মন প্রমুখ।
সমাবেশে বক্তারা আরও বলেন, নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ, সার সরবরাহ, বোরো চাষে ভর্তুকি প্রদান, কৃষককে পর্যাপ্ত ব্যাংক ঋণ প্রদান, কমিউনিটি ক্লিনিকে এমবিবিএস ডাক্তার নিয়োগ, ,বয়স্কভাতার বয়সসীমা ৫৫ বছর নির্ধারণ সহ ৫০০০ টাকা নির্ধারণ এবং ফুলছড়ি উপজেলার যমুনা নদী ভাঙ্গনের স্থায়ি সমাধান, উদাখালী-উড়িয়া-কঞ্চিপাড়া ইউনিয়নের জলাবদ্ধতা নিরশনের জন্য রতনপুর নামক স্থানে ওয়াপদা বাঁধে রেগুলেটর নির্মাণ করতে হবে।
সমাবেশ শেষে কৃষিমন্ত্রী ও সমাজকল্যাণ মন্ত্রীকে ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে ১১ দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয়।
All Rights Reserved © 2022 Gaibandha Report