জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি বলেছেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের আনাচে-কানাচে ব্যাপক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন হয়েছে। মহাসড়ক ও শহরে ফোরলেনে উন্নতিকরণসহ রাস্তা-ঘাটে ব্রিজ নির্মাণ কাজও অব্যাহত রয়েছে।
শনিবার (১৭ ডিসেম্বর) সকালে গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউপি রাস্তার ব্রিজ নির্মাণ কাজের উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি ।
হুইপ গিনি আরও বলেন, দেশের বিভিন্ন সেক্টরে অভাবনীয় উন্নয়ন ঘটেছে। দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে আগামী ২০৪১ সালে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন, গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলাম, কনসালটেন্ট হারুন অর রশিদ, বল্লমঝাড় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান জুলফিকার রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাহাত ঝলক, সাধারণ সম্পাদক সোহেল সরকার, বল্লমঝাড় ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান পলাশ, স্থানীয় মসজিদের ইমাম মোকছেদ আলী প্রমুখ।
উল্লেখ্য, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়নে গাইবান্ধা-সাদুল্লাপুর জিসি ভায়া বল্লমঝাড় ইউপি রাস্তায় এই ব্রিজটি নির্মাণ কাজ শুরু হয়।
All Rights Reserved © 2022 Gaibandha Report