গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ফলাফল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ডিসেম্বর ) কঞ্চিপাড়া ২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল মাঠে ম্যানেজিং কমিটি ও শিক্ষকদের আয়োজনে এ অভিভাবক সমাবেশ ও ৩য় প্রান্তিক ফলাফল প্রকাশ অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান সোহেল রানা শালু সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ বেলাল হোসেন সহকারী শিক্ষা অফিসার এসএম কামরুজ্জামান, বিদ্যালয়’র প্রধান শিক্ষক কায়ছার আক্তার কেয়া, ম্যানেজিং কমিটির সহ-সভাপতি আওলাদ হোসেন লেবু, সহকারী শিক্ষক শিরিন আক্তার সহ প্রমুখ অনুষ্ঠানটি উপস্থাপনা করে ফিরোজ কবির
অভিভাবক সমাবেশে বক্তারা বলেন, ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার মানোন্নয়নে শুধু শিক্ষকদের ওপর নির্ভরশীল হওয়ার পাশাপাশি অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে এছাড়াও মেয়েদের লেখাপড়ার ওপর অধিক যত্নশীল হতে হবে। কেননা একজন অভিভাবক তার সন্তানকে সুশিক্ষিত করতে পারে সমাবেশের আলোচনা সভায় সবার সূচিন্তিত মতামত ও পরামর্শ মোতাবেক বিদ্যালয়ের লেখাপড়ার মান আরো বৃদ্ধি করতে হবে।