প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র উপহার হিসেবে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ কর্মসূচি উদ্বোধন করন জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু বকর সিদ্দিক।
সোমবার (২৩/০১/২৩) দুপুরে পৌরপার্কের বিজয় স্তম্ভ চত্বরে বিতরণপূর্ব আলোচনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক রুবেল,সাধারন সম্পাদক কামাল হোসেন, এস,কে তাসের আলীসহ অন্যরা।
বক্তারা বলেন, আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন ঘটে, সাধারণ মানুষ আওয়ামী লীগ এর মধ্যেই তাদের ভরসা খুজে পায়।তারা আরও বলেন শীতে কেউ যাতে শীতবস্ত্রের অভাবে কষ্ট না পায় সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ নেতাকর্মীদের মাধ্যমে অসহায় মানুষের হাতে কম্বল পৌছে দেওয়ার নির্দেশনা দিয়েছেন। এইসব শীতবস্ত্র বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ভালোবাসার নিদর্শন।