গাইবান্ধার সাদুল্লাপুরে অবৈধভাবে বালু উত্তোলন করার অভিযোগে ইঞ্জিনচালিত দুটি শ্যালো মেশিন জব্দ করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন সহকারি কমিশনার (ভূমি) মো.তাইফুর রহমান। এরআগে বিকেলে উত্তর মন্দুয়া এলাকা থেকে মেশিন দুইটি জব্দ করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ঘাঘট নদী থেকে অবৈধভাবে শ্যালো মেশিন বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছিল। এতে ভাঙনের ঝুঁকিতে পড়ে আশপাশের বসতবাড়িসহ ফসলি জমি। বালু উত্তোলন বন্ধ করতে সোমবার সকালে উপজেলা প্রশাসনকে লিখিত অভিযোগ করেন নাইমুল ইসলাম নামে এক স্থানীয় বাসিন্দা। অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালানো হয়।
All Rights Reserved © 2022 Gaibandha Report