রিফাতুন্নবী রিফাত
গাইবান্ধা সদর উপজেলার ঘাগোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অতিরিক শ্রেনী কক্ষ নির্মাণ কাজের উদ্বোধন করেছেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি।
রবিবার (১২/০২/২৩) বিকেলে চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির আওতায় ১ কোটি ৮ লক্ষ ২৮ হাজার ২৮৯ টাকা ব্যয় নির্মিত এ ভবনের উদ্বোধন করেন তিনি। স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়নে মেসার্স সাজীন ট্রেডাস (জেভি) নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ভবনটি নির্মাণ সম্পন্ন করেন।
এর আগে দুপুরে উপজেলার লক্ষীপুর ইউজেডআর (তুরকা) কিশামত বালুয়া জিপিএস সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন তিনি।
খোলাহাটি ইউনিয়নের অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্প ৩ এর আওতায় ১ কোটি ৩২ লক্ষ ২০ হাজার ৬৯৩ টাকা ব্যয়ে ১৭০০ মিটার দৈঘ্যের্র সড়ক উন্নয়নের কাজ উদ্বোধন করা হয়। সড়কটি স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়নে কাজ করবেন সিরাত ট্রেডাস নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সদর উপজেলা প্রকৌশলী বাবলু মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃদুল মুস্তাফিজ ঝন্টু, খোলাহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম হক্কানী, বাংলাদেশ ছাত্রলীগ জেলা শাখার সাবেক সভাপতি আসিফ সরকার প্রমুখ।
All Rights Reserved © 2022 Gaibandha Report