রিফাতুন্নবী রিফাত
নারী ও শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে গাইবান্ধায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর তিনদিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
(২৪-০২-২৩ইং) শুক্রবার দুপুরে নিজস্ব কার্যালয়ে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে গাইবান্ধায় অবস্থিত এ সমাপনী অনুষ্ঠানের আয়োজন করেন। এরআগে ২২ ফেব্রুয়ারি সকালে এ প্রশিক্ষণের কার্যক্রম শুরু হয়।
এতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এস.এস.বি.সি প্রোজেক্ট নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ ও বাল্যবিবাহ বন্ধের বিষয়ে দক্ষতা বৃদ্ধিতে জেলার কয়েকটি মসজিদের ২০ জন ইমামগণকে প্রশিক্ষণ প্রদান করা হয় । সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্যাসিলিটেটর ও ইসলামিক ফাউন্ডেশনের গাইবান্ধা জেলার উপপরিচালক মোঃ মিরাজুল ইসলাম।
এসময় আরো উপস্থিত ছিলেন, হিসাব রক্ষন অফিসার মোঃ গোলাম মর্তুজা, ফিল্ড সুপার ভাইজার মোঃ হোসেন আলী,মাষ্টার ট্রেইনার মাওলানা মোহাম্মদ হেলাল উদ্দিন, গোলাম মতুর্জা প্রমুখ।
All Rights Reserved © 2022 Gaibandha Report