গাইবান্ধায় গরম তরকারি শরীরে পড়লে দগ্ধ হয়েছে ১৬ মাস বয়সী এক শিশু। এতে শিশুটির শরীরের ১০ শতাংশের বেশি পুড়ে গেছে।
শুক্রবার রাত সোয়া ৮টার দিকে সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের তিনমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধ শিশু আনিকা ওই এলাকার ফরহাদ মিয়ার মেয়ে।
স্বজনরা জানান, রাতের খাবারের জন্য ডাল রান্না করে ঘরে নিয়ে যাচ্ছিলেন শিশুটির মা। শিশুটি নিচ থেকে গরম ডালের বাটি ধরে টান দিলে বাটিসহ গরম ডাল শিশুটির শরীরে পড়ে। এতে তার বুকের ওপরের বেশ কিছু অংশ পুড়ে যায়। স্বজনরা শিশুটিকে চিকিৎসার জন্য গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করেছে।
দগ্ধ শিশুটির শারীরিক অবস্থা জানিয়ে হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ড. ভজন কুমার সাহা বলেন, শিশুটির শরীরের ১০ শতাংশের বেশি পুড়ে গেছে। শিশুটির উন্নত চিকিৎসা প্রয়োজন। আমাদের এখানে আগুনে পোড়ার বিশেষায়িত চিকিৎসা দেয়ার সুযোগ নেই। এ কারণে শিশুটিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
All Rights Reserved © 2022 Gaibandha Report